Pritom Hasan LETRA – Paliye Jabo ✓

Paliye Jabo Lyrics

1
জানিনা
কার কথা শুনে
তুমি চলে গেলে
বিদায় দেয়ার সময় টুকু
ছিন্ন করে
আমিও
একই অভিমানে
হয়ে গেছি চুপ
তোমার মুখের হাসি
ভালোবেসে

1
নেই আর সুযোগ তোমার
আমাকে নতুন করে পাবার
তুমি তো বলেছিলে সময়ের আগে
যে হারিয়ে যায় সে দামি

পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবেনা কেও আমাকে
আমি ফিরবোনা আর
তোমার এই শহরে
এই হৃদয়হীনার ভীড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবোনা আর
তোমার এই শহরে

2
কি নিয়ে
বলো কি নিয়ে
তুমি ডুবে ছিলে
দ্বিপ্রহরের কোলাহলের
মাঝেও একাই
আমি তাই
তোমার কথা ভেবে
মেনেছি আমারই ভুল
শত শোকের বিষন্নতায়
ভেসে বেড়াই

2
নেই আর সুযোগ কারো
ভাঙবে আমাকে আবারও
তুমি তো বলেছিলে সময়ের আগে
যে হারিয়ে যায় সে দামি

পালিয়ে যাবো আলোর গতিতে
খুঁজে পাবেনা কেও আমাকে
আমি ফিরবোনা আর
তোমার এই শহরে
এই হৃদয়হীনার ভীড়ে
কত স্মৃতি তোমায় নিয়ে
তাই ফিরবোনা আর
তোমার এই শহরে

পালিয়ে যাবো আলোর গতিতে
পালিয়ে যাবো আলোর গতিতে
না খুঁজে আর পাবেনা কেও আমাকে
আমাকে

Lyrics, Letras, Paroles, Deutsche, Letras, Testi,Тексты, Texty, Norske, Текстови, Versuri, Persian, Liricí, Lirik, Nederlandse, Tagalog

Deixe um comentário

O seu endereço de e-mail não será publicado. Campos obrigatórios são marcados com *